সৌদির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদ্যাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের পাশাপাশি কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ঈদুল ফিতর উদ্যাপন হচ্ছে । তবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে ঈদ হবে আগামীকাল শনিবার।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে সৌদি আরবের তুমাইর এবং সুদাইর থেকে একযোগে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন দেশটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী ড. আব্দুল্লাহ্ খোদাইরী। এর পরপরই সৌদি রয়েল কোর্ট থেকে ঘোষণা দেয়া হয়, শুক্রবার দেশটিতে উদ্যাপন হবে পবিত্র ঈদুল ফিতর।
এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, জাপান, থাইল্যান্ড, ফিলিপিন্স, তুরস্ক ও অস্ট্রেলিয়ার আকাশে বৃহস্পতিবার চাঁদ দেখা যায়নি। দেশগুলোর চাঁদ দেখা কমিটি জানিয়েছে, শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) মালয়েশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে।
এফএম/দীপ্ত সংবাদ