অফিসের বাৎসরিক নৈশভোজের আসরে আয়োজন ছিল লাকি ড্র এর। আর সেখানেই প্রথম পুরস্কার জিতে চোখ কপালে উঠেছে ওই অফিসের এক কর্মীর। পুরস্কারটি এতই মূল্যবান হয়ে উঠেছে যে, ওই কর্মীকে বলা হচ্ছে দেশের অন্যতম ‘ভাগ্যবান’ ব্যক্তি!
সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, ঘটনাটি চীনের। লাকি ড্র’তে প্রথম পুরস্কার ছিল পুরো বেতনসহ টানা এক বছরের ছুটি।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক মাধ্যমে ওই লাকি ড্র অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এক ব্যক্তি হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে চেয়ারে বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে আছেন এক নারী। প্ল্যাকার্ডে স্থানীয় ভাষায় লেখা, ‘৩৬৫ দিন বেতনসহ ছুটি’।
জানা গেছে, লাকি ড্র’তে নাম ওঠার পর ওই কর্মী প্রথমে তা বিশ্বাসই করতে পারেননি।
যদিও বেতনসহ এক বছরের এ ছুটির ক্ষেত্রে শর্ত দিয়ে বলা হয়েছে, এই এক বছর ওই কর্মী অন্য কোথাও কাজ করতে পারবেন না।
এদিকে খবরটি ছড়িয়ে পড়তেই অনেকে অনেক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক বছর পর ওই কর্মী অফিসে ফিরলেও তখন তার চাকরি থাকবে কি না, কেউ কেউ এমন প্রশ্নও তুলেছেন। তবে নিজেদের ওই কর্মীর চাকরি যাবে না বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ।
এমি/দীপ্ত