রাজধানীর নিউমার্কেট এলাকার ঢাকা নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, আনসার, বিমান বাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবকসহ মোট ৩০ জন আহত হয়েছেন। ঢাকা মেডিকেল ও বার্ন ট্রিটমেন্টসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।
শনিবার (১৫ এপ্রিল) ফায়ার সার্ভিস এবং ঢামেক হাসপাতালে কর্মরত চিকিৎসক সূত্রে এ তথ্য জানা গেছে।
এদের মধ্যে ফায়ার সার্ভিসের অফিসার ৩ জন, ফায়ারফাইটার ২১ জন, ভলান্টিয়ার ২ জন, আনসার সদস্য ২ জন, স্কাউট ১ জন এবং বিমান বাহিনীর ১ জন সার্জেন্ট রয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আহতরা চিকিৎসা নিচ্ছেন।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
অনু/দীপ্ত সংবাদ