সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান থেকে স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে পালানোর সময় হাতেনাতে দুই মহিলা চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।সোমবার (১০ এপ্রিল) সকাল ৯টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বালাপোতা বাবার ধাম এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন: সাজিদা ওরফে স্বপ্না (২৩) ও পারভীন বেগম (২৫)। উভয়ের বাড়ি সিলেট। তারা দুজনই রংপুরে ভাড়া থাকেন।
চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক জানান, বালাপোতায় সনাতন ধর্মালম্বীদের মাসব্যাপী শিবস্নান অনুষ্ঠানে প্রতিদিন কয়েক হাজার লোকের সমাগম হয়। সোমবার সকাল ৯টার দিকে শত শত লোকের ভিড়ে জিতা মজুমদার ও কল্পনা গাইন নামের দুই নারীর গলায় থাকা স্বর্ণের চেন ছিঁড়ে পালিয়ে যাচ্ছিলেন ওই দুই অভিযুক্ত নারী।
এসময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই দুই নারীকে হাতেনাতে আটক করে মন্দির অনুষ্ঠান পরিচালনা কমিটির স্বেছাসেবকরা।
পরে স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে তাদেরকে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মামুন রহমান জানান, আটক দুই নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমি/দীপ্ত