আফ্রিকার কেনিয়ায় পথচারীদের ওপর চলন্ত ট্রাক উঠে অন্তত ১০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১০ জন। শনিবার (৮ এপ্রিল) মিগোরি শহরের একটি মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটেছে জানিয়েছে স্থানীয় পুলিশ।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।
মিগোরি পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন পথচারী ট্রাকের নিচে চাপা পড়ে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, পথচারীদের ওপর উঠিয়ে দেওয়ার আগে চালক বারবার হর্ন বাজাচ্ছিলেন। চালবোঝাই ট্রাকটি সীমান্তবর্তী শহর ইসাবেনিয়ায় যাচ্ছিল। দুর্ঘটনার পর ট্রাকের সব চাল সড়কের ওপর পড়ে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের পথচারীদের ওপর উঠে যায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ও ট্যাক্সিও চাপা দেয় ট্রাকটি। এতে ট্রাকটি দুমড়ে–মুচড়ে গেছে।
এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, তখনও ট্রাকের নিচে চাপা পড়ে আছে পথচারীরা। এদিকে সড়কের ওপর ছড়িয়ে পড়া চালের বস্তা লুট করে নিয়ে যাচ্ছে স্থানীয়রা।
অনু/দীপ্ত সংবাদ