যুক্তরাষ্ট্রে নিলামে বিক্রি হচ্ছে ফেলে দেয়া অকেজো অ্যাপল পণ্য। এই আয়োজনে খুশি ক্রেতারা। ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভিভূত আয়োজকরাও।
টেক জগতের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপেলের পুরনো মডেলের ৫শোর বেশি পণ্যের দেখা মিলবে এই নিলামে।
যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে জুলিয়ান্স অকশন নামে পরিচিত একটি নিলাম প্রতিষ্ঠান এর আয়োজন করেছে। ১৯৭৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত অ্যাপেলের কম্পিউটার থেকে শুরু করে ডিস্ক, ফোন, মনিটর– সব কিছুই এক ছাদের নিচে দেখতে পারছেন দর্শকরা।
জুলিয়ান্স অকশন পরিচালক কোডি ফ্রেড্রিক বলেন, ‘অ্যাপেল এখন ২ ট্রিলিয়ন ডলার কোম্পানি। এই ব্র্যান্ডের পুরনো পণ্যের বিষয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। তাই আমরা এই পণ্যগুলো নিলামে তুলেছি। ভাবতে অবাক লাগলেও, মিলিয়ন ইউরোতে মানুষ এক একটি পণ্য কিনছেন।‘
আয়োজকরা জানান, সুইস এক ব্যক্তির কাছ থেকে ৫৩০টি অ্যাপেল পণ্য সংগ্রহ করেছেন তারা।
জুলিয়ান্স অকশন নির্বাহী পরিচালক মার্টিন নোলান বলেন, ‘কয়েকদিন আগে প্রথম আইফোনের একটি মডেল বক্সসহ ৬৩ হাজার ডলারে বিক্রি হয়। তখন আমরা বুঝতে পারি, অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে সবাই একজন সেলিব্রেটি হিসাবে দেখে এবং অ্যাপেল পণ্যের কদর কমেনি বরং বেড়েছে। তখনি আমরা এই ধরনের আয়োজনে আগ্রহী হই।‘
আয়োজকরা বলছেন, কয়েকশো বছর পুরনো সিরামিকের পণ্যের যেমন গ্রাহক আছে, তেমনই পুরনো ইলেকট্রিক বা টেক পণ্যের গ্রাহকও তৈরি হয়েছে। ফলে সুযোগ সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদেরও।
আফ/দীপ্ত সংবাদ