আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের প্রত্যেক এর জন্য কুরআন পড়া আবশ্যক। কিন্তু ছোটবেলায় যারা কোরআন পড়া শিখেছে পরবর্তীতে চর্চা না থাকার কারণে অনেকেই তা পড়তে পারে না। আবার এমন অনেকেই আছে যারা ইসলাম ধর্মের অনুসারী হয়েও নানা কারণে কোরআন শিখতে পারেনি।
এছাড়া কোরআন শুধু পড়তে পারলেই হবে না , সেটি সহীহ (শুদ্ধ) হতে হবে। কেননা, ভুলভাবে কোরআন পড়লে সওয়াব এর পরিবর্তে গুনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সহীহ কোরআন শিখার সহজ পদ্ধতি নিয়ে জানবো।
আমরা বাংলাভাষায় কথা বলি, কিন্তু কোরআন আরবি ভাষায় লেখা। যে কোন ভাষা পড়তে পারার জন্য সবার আগে সে ভাষার বর্ণমালাগুলো সঠিক উচ্চারণসহ জানতে হবে। তেমনি সহীহ কোরআন শেখার প্রথম শর্ত হচ্ছে আরবি বর্ণমালা চিনতে পারা ও উচ্চারণসহ বলতে জানা।
কোরআন শিখার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে:
• আরবি বর্ণ পরিচয়
• নোকতা সম্পর্কে জানুন
• আরবি বর্ণ উচ্চারণ শিখতে হবে
• আরবি যুক্তাক্ষর সম্পর্কে জানতে হবে
• আরবি বর্ণের উচ্চারণের ধরন
• তাশদীদ সম্পর্কে জানুন
• মাদ্দ সম্পর্কে জানতে হবে
যূথী/দীপ্ত সংবাদ