কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলা বিএনপি ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেন। শনিবার (১ এপ্রিল) দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে দলটি এ অবস্থান কর্মসূচী পালন করেন।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল–ডাল–তেল–কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া‘র নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ অবস্থান কর্মসূচি পালন করেন দলটি।
বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন মো: কুদ্দুসুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ প্রমুখ।
আফ/দীপ্ত সংবাদ