ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের একটি মন্দিরের মেঝে ধসে গভীর কূপে পড়ে গেছেন ২৫ পুণ্যার্থী। মেঝে ধসে অন্তত ১৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি।
রাম নবমী উপলক্ষে মন্দিরে অতিরিক্ত ভিড়ের কারণে এ ঘটনা ঘটে।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা বলেছেন, ‘পুলিশ কূপ থেকে ১১টি মরদেহ উদ্ধার করেছে এবং বাকি দুজন আহত অবস্থায় হাসপাতালে মারা গেছেন।’ মন্ত্রী আরও বলেন, ‘এই ট্র্যাজেডির তদন্ত শুরু হয়েছে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’
পুলিশের ভাষ্য, ইন্দোরের প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দিরে রাম নবমীর পুজো উপলক্ষ্যে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। সেই ভিড়ে হুড়োহুড়িতেই কংক্রিটের স্ল্যাব ভেঙে কূপে পড়ে যান প্রায় ৩০ জন। এ দুর্ঘটনার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দুর্ঘটনা তদন্তেরও নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
আফ/দীপ্ত সংবাদ