ইসরাইলে চলমান বিচার বিভাগ সংস্কার আন্দোলনকারীদের পক্ষে মন্তব্য করায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (২৬ মার্চ) ইয়োভ গ্যালান্তকে বরখাস্ত করার পদক্ষেপ নেয়া হয়।
এর প্রতিবাদে আবারও রাস্তায় নেমে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।
বার্তা সংস্থা রয়টার্সের খবর, শনিবার (২৫ মার্চ) ইসরাইলের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত সরকার প্রস্তাবিত বিচার বিভাগ সংস্কার প্রক্রিয়া স্থগিতের আহ্বান জানান। তার সেই আহ্বানে মাত্র একদিন পরই তাকে বরখাস্ত করা হলো।
ইয়োভ গ্যালান্তের বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের অর্থনীতির প্রাণকেন্দ্র তেল আবিবে স্থানীয় সময় রবিবার গভীর রাতে গায়ে নীল, সাদা রঙের পতাকা জড়ানো বিক্ষোভকারীরা প্রধান একটি মহাসড়ক অবরোধ করেন। তারা সেখানে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান। এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির বাইরেও ভিড় জমা হয়।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর বরখাস্তের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ এবং বেনি গান্তেজ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘রাজনীতির খেলায় রাষ্ট্রীয় নিরাপত্তা কখনোই তুরুপের তাস হতে পারে না। নেতানিয়াহু রাতে চূড়ান্ত সীমারেখাও অতিক্রম করেছেন।’ বিবৃতিতে তারা নেতানিয়াহুর লিকুদ পার্টিকে ‘জাতীয় নিরাপত্তা বিপর্যস্ত’ করার কার্যক্রমে হাত না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অনু/দীপ্ত সংবাদ