সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬

‘এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
‘এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরাবরের মতো বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে ‘এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীদের ডিসপ্লে ও খেলাধুলা দর্শকঅভিভাবকদের মুগ্ধ করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে দিনব্যাপি রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মো. আক্তারুজ্জামান।

সকালে বাংলা ও ইংরেজিতে তরজমাসহ কোরআন তেলাওয়াত পরবর্তী জাতীয় পতাকা উত্তলোন এবং কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

পূর্ব ঘোষণা অনুযায়ী স্কুলটির লালমাটিয়া ক্যাম্পাসের প্রায় ২৩০০ শিক্ষার্থী ২৪২টি খেলায় অংশ নেয়। খেলা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ এ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। সবমিলিয়ে দিনটি ছিল বর্ণিল, কর্মব্যস্ত ও আনন্দঘন।

ভিডিটিও দেখতে ক্লিক করুন: https://www.facebook.com/reel/1588923815596801

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রফেসর ড. মো. আতাউর রহমান মিয়াজী, ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম, অনলাইন গ্রুপের চেয়ারম্যান এবং এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ভাইসচেয়ারম্যান সাজেদা আক্তার, পিয়ারসন পিএলসির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) লিটন আব্দুল্লাহ, ক্যামব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সারওয়াত মাসুদা রেজা, অক্সফোর্ড একিউএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা।

অনুষ্ঠানটি পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডালিয়া নওরীন।

প্রধান অতিথির বক্তব্যে খান মো. আক্তারুজ্জামান বলেন, সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমাদের শিশুরাই হবে সেই নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের দেশপ্রেমিক কারিগর। আর এভেরোজ লালমাটিয়া দেশকে নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ করতে তেমনি একটি আদর্শ ও শিক্ষিত জেনারেশন তৈরি করছে।

তিনি আরো বলেন, আমাদের একটাই স্লোগান বা কমিটমেন্ট– “কোয়ালিটি এন্ড সার্ভিস”।

তিনি দাবি করেন, এভেরোজ লালমাটিয়া দেশ সেরা ইংলিশ মিডিয়াম স্কুল এবং একই সাথে বাংলাদেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। কেননা এভেরোজ লালমাটিয়া ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের রেজাল্টে বহু শিক্ষার্থী হাই এচিভার এওয়ার্ড ও পিয়ারসন আউটস্ট্যান্ডিং লার্নার্স অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছে। এভেরোজ লালমাটিয়ার শিক্ষার্থীরা ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের রেজাল্টে বিশ্ব সেরা, দেশ শেরা হচ্ছে। এর পাশাপাশি তারা আবার পবিত্র কোরানের হাফেজ হচ্ছে। ইতোমধ্যেই আমাদের প্রায় ৬০ জন শিক্ষার্থী ৩০ পারা কোরানের হাফেজ হয়েছে। আরো অনেকেই হিফজ সম্পন্ন করার দ্বারপ্রান্তে রয়েছে।

আক্তারুজ্জামান বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার শিক্ষার্থীরা বর্তমানে বিশ্বের ১০টি সনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেলসহ দেশ সেরা বিভিন্ন বিশ্ববিদ্যায়েও তারা অধ্যায়ন করছে। আমাদের অন্যান্য এ্যালামনাই যারা দেশে আছেন তারাও এভেরোজ লালমাটিয়াকে হৃদয়ে ধারণ করে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে। আমাদের ছাত্র, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদ মিলে “এভেরোজ ফ্যামিলি”। এভাবে একতাবদ্ধ হয়ে আমরা এগিয়ে যেতে চাই সাফল্য পথ ধরে নতুন বাংলাদেশ বিনির্মানের বিমূর্ত লক্ষ্যে।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More