মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

জামায়াত আমিরসহ ৭ নেতার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‎‎

জানা গেছে, ‎‎দলের নেতাদের নিরাপত্তা চেয়ে গত সপ্তাহে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি আবেদন করে।

সেই আবেদনের প্রেক্ষিতে দলটির সাত শীর্ষ নেতা এবং সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য যথাযথ নিরাপত্তার অনুরোধ জানানো হয়। আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।

সাত নেতা পাচ্ছেন নিরাপত্তা

ইসির নির্দেশনা অনুযায়ী জামায়াতের যে সাত নেতা বিশেষ নিরাপত্তা পাচ্ছেন তারা হলেন— দলটির আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, মুজিবুর রহমান, হামিদুর রহমান আযাদ ও মাওলানা রফিকুল ইসলাম খান।

দ্রুততম সময়ের মধ্যে এই নির্দেশনা কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More