পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে চীনের সীমান্ত। করোনা মহামারির ধকল কাটিয়ে চলতি মাসের ১৫ তারিখ বিদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে চীন। নিষেধাজ্ঞা তুলে দেয়ায় এবার উল্লেখযোগ্য হারে বাড়ছে বিদেশি পর্যটক।
প্রায় তিন বছর পর নতুন করে পর্যটক আসতে শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন দেশটির পর্যটন ব্যবসায়ীরা। করোনা মহামারির ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন তারা।
এদিকে চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর দেশটির পর্যটন খাত থেকে প্রায় ৬ হাজার কোটি মার্কিন ডলার আয় করবেন তাঁরা। পর্যটন খাতের এ বিশাল আয় দেশটির সামগ্রিক অর্থনীতিতে আরও চাঙ্গা করবে বলে মত তাদের।
প্রমোদ তরীতে করে আসা পর্যটকরা হাইনান দ্বীপ ও সাংহাইয়ে ভিসা মুক্ত প্রবেশের সুযোগ পাবেন। এছাড়া হংকং ও ম্যাকাওয়ের ট্যুর গ্রুপের মাধ্যমে আসা পর্যটকরাও ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।
২০২০ সালের ২৮ মার্চের আগে যারা বৈধ ভিসা পেয়েছিল তারাও চীনে আসতে পারেন।
দীর্ঘ অপেক্ষার পর প্রাচীন স্থাপনা ও চীনা সভ্যতার নিদর্শন দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সবাই।
এক পর্যটক বলেন, খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে চীন। নিষেধাজ্ঞা তুলে নেয়ায় এখন বিদেশি পর্যটকরা ভালোভাবে ঘুরে দেখতে পারবে।
অনু/দীপ্ত সংবাদ