শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ‘ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২ জানুয়ারি) ইনকিলাব মঞ্চ সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সন্ধ্যায় এ ঘোষণা দিয়ে ‘শাহবাগ মোড়‘ থেকে অবরোধ কর্মসূচি স্থগিত করে।
এছাড়া ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।
‘রাজনৈতিক দলগুলোর উদ্দেশে‘ আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো সিক্রেট বৈঠক নাই। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশের তিন পাশ থেকে ভারতীয় আধিপত্যবাদ, যার কারণে আমরা ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলি। এখন যদি আমেরিকা বাংলাদেশে আধিপত্যবাদ খাটাইতে চায়, আমরা কি আমেরিকার বিরুদ্ধে কথা বলব না? আমরা কি কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়ে দিব? না, দেব না। আমাদের এই লড়াইটা কেবল শুরু।’
সদস্য সচিব আরও বলেন, ‘ওসমান হাদি আমাদের এই লড়াইয়ের পথটা দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এই লড়াইটা করব, ইনশাআল্লাহ।’
এসএ