ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি, হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, দুর্ঘটনায় ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয় এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে সেমারাং শহরে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
বুদিওনো জানান, বাসটি মোড়ে পৌঁছানোর সময় বেশ দ্রুত গতিতে চলছিল এবং রাস্তার সঙ্গে সংঘর্ষের পর উল্টে যায়। উদ্ধারকারীরা হতাহতদের উদ্ধার করছে।
দক্ষিণ–পূর্ব এশিয়ার এই দেশে পরিবহন দুর্ঘটনা সাধারণ। পুরনো যানবাহন ঠিকমত রক্ষণাবেক্ষণ না করা এবং সড়কের নিয়ম লঙ্ঘনের কারণে এমন দুর্ঘটনা নিয়মিত ঘটছে।
এর আগে ২০২৪ সালে ঈদুল ফিতরের সময় একটি ব্যস্ত মহাসড়কে সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হন। এছাড়া ২০১৯ সালে পশ্চিম সুমাত্রা দ্বীপে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়।