তীব্র দাবদাহে পুড়ছে আর্জেন্টিনার পূর্ব ও মধ্যাঞ্চল। মার্চের প্রথম ১০ দিন সেখানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি ছিল। গড়ে যা দাঁড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে।
আর্জেন্টিনার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৯৬১ সালের পর চলতি বছর দেশটিতে সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাজধানী বুয়েন্স আয়ার্সে ফেব্রুয়ারির শেষ থেকে প্রায় প্রতিদিনই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে। মার্চের শুরুতে তা ৩৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছায়।
আর্জেন্টিনায় সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল চলে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এবার তাপমাত্রা আশঙ্কাজনকহারে বেড়েছে। এতে দেখা দিয়েছে খরা, নষ্ট হচ্ছে ফসল, কমে গেছে কৃষি উৎপাদন।
কর্ডোবা, সান্তা ফে ও বুয়েন্স আয়ার্সের মতো কৃষিপ্রধান অঞ্চলগুলোতে ভুট্টা ও সয়াবিনের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের তুলনায় এবার ফসল উৎপাদনের হার শতকরা ২০ থেকে ৩০ ভাগ কমে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
অতিরিক্ত তাপমাত্রায় গম উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের তুলনায় রপ্তানি শতকরা ২৮ ভাগ কমে যেতে পারে। এর প্রভাব পড়বে বিশ্ব বাজারে
সামনের অন্তত পাঁচ মাস আর্জেন্টিনায় অসহনীয় গরম থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
আফ/দীপ্ত সংবাদ