জর্জিয়া–আজারবাইজান সীমান্তের কাছে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান সি–১৩০ বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ২০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) আজারবাইজানের গাঞ্জা শহর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে পড়ে এবং জর্জিয়ার সিগনাঘি এলাকায় দুর্ঘটনার শিকার হয়।
বুধবার (১২ নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার জানান, নিহত সেনাদের শহিদ হিসেবে ঘোষণা করা হয়েছে। তুরস্ক ও জর্জিয়ার যৌথ তদন্তকারী দল ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। এছাড়া বিমানের নির্মাতা মার্কিন প্রতিরক্ষা কোম্পানি লকহিড মার্টিনও তদন্তে সহযোগিতা করছে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, বিমানটি আকাশে উঠে হঠাৎ করে আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ার বিশাল মেঘ তৈরি করে মাটিতে বিধ্বস্ত হয়। চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ।
এটি ২০২০ সালের পর তুরস্কের সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা বলে বিবেচিত হচ্ছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আজারবাইজান, জর্জিয়া, কাতার, ইরান, মিশরসহ বিভিন্ন দেশ এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটেও শোক জানিয়েছেন।
উল্লেখ্য, লকহিড মার্টিন নির্মিত চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সি–১৩০ হারকিউলিস বিমান বিশ্বের বহু দেশের সেনাবাহিনীতে সৈন্য ও মালামাল পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে।
সূত্র: আল–জাজিরা