বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন: ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, গতকাল ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ দিয়েছে। অবাক হয়ে দেখলাম, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেয়া হয়েছে। অথচ সনদে প্রতিশ্রুতি ছিল যে আমাদের মতামত সেখানে লিপিবদ্ধ থাকবে। এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি স্পষ্ট প্রতারণা।

তিনি দ্রুত এসব ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, . ইউনূস, আপনি জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। সেই নির্বাচনের সংসদই ভবিষ্যতের সংস্কার করবে। এর বাইরে গেলে এর দায় নিতে হবে আপনার সরকারকেই।

বিএনপি মহাসচিব আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হলে প্রস্তাবিত সংস্কারগুলো তখন বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হচ্ছে। যারা দেশে বিশৃঙ্খলা দেখতে চায়, তারাই নির্বাচন পেছানোর কথা বলছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More