অর্থনীতিতে ২০২৫ সালে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ জন অর্থনীতিবিদ।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে স্টকহোম থেকে ‘দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস’ জয়ীদের নাম ঘোষণা করে।
যৌথভাবে নোবেল পুরস্কার বিজয়ীরা হলেন– আমেরিকা, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি অধ্যাপক জোয়েল মোকিয়র, লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, অধ্যাপক ফিলিপ আগিয়োঁ ও আমেরিকা, ব্রাউন ইউনিভার্সিটি অধ্যাপক পিটার হাউইট।
এই ৩ অর্থনীতিবিদের মধ্যে অর্ধেক পুরস্কার পেয়েছেন জোয়েল মোকির। ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো শনাক্ত‘ করার জন্য তিনি পুরস্কার পেয়েছেন। আর ‘সৃজনশীল বিনাশ’প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব দেওয়ার জন্য বাকি অর্ধেক পুরস্কার যৌথভাবে পেয়েছেন ফিলিপ অ্যাগিয়ন ও পিটার হাউইট।
‘আলফ্রেড নোবেল‘ স্মৃতিকে ধারণ করে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগিরিতে ‘নোবেল পুরস্কার‘ দেয়া হয়।
অর্থনীতির এই পুরস্কার মূল নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। ১৯৬৯ সালে সুইডেন, কেন্দ্রীয় ব্যাংক নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা ‘আলফ্রেড নোবেল‘ স্মরণে এই পুরস্কার চালু করে। আনুষ্ঠানিকভাবে এ পুরস্কারের নাম ‘সেভেরিজেস রিক্সব্যাঙ্ক‘ পুরস্কার। যার মূল্য ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা (১.২ মিলিয়ন ডলার)। তখন থেকে এখন পর্যন্ত মোট ৫৭ জন এই পুরস্কার পেয়েছেন।
এসএ