তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায়। টি–টোয়েন্টিতে আফগানদের হোয়াইটওয়াশের পর এবার ওয়ানডেতেও একই লক্ষ লাল–সবুজদের।
টি–টোয়েন্টির পর এবার ওয়ানডের লড়াই। ফরমেট ভিন্ন হওয়ায় জয়ের ছন্দ ধরে রাখাই বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ। ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ ওপেনার লিটন দাস। তার অনুপস্থিতিতে সুযোগ পেতে পারেন সদ্য ওয়ানডে দলে ডাক পাওয়া ডানহাতি ব্যাটার সাইফ হাসান। বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং স্পিনে রিশাদ হোসেনের ওপর থাকবে মূল দায়িত্ব।
এদিকে টি–টোয়েন্টিতে হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আফগানিস্তান। চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার মোহাম্মাদ সালীম। তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন বিলাল সামি। আফগান স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমানের বুদ্ধিদীপ্ত বোলিং আবুধাবির পিচে সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও আছেন আগ্রাসী ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।
এর আগে আফগানদের সঙ্গে ওয়ানডেতে আটবার মুখোমুখি হয়েছে টাইগাররা যেখানে বাংলাদেশ জিতেছে পাঁচটি আর আফগানদের জয় তিনটিতে।
তিন ম্যাচের টি–টিয়োন্টিতে সিরিজের মতো ওয়ানডেতেও আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। যদিও দুই দলের চারটি দ্বিপক্ষীয় সিরিজ এখন পর্যন্ত ২–২–এ সমতায় আছে। সব মিলিয়ে দুই দলের মুখোমুখিতে এগিয়েই আছে বাংলাদেশ। ওডিআইতে বাংলাদেশ যেখানে ১১ বার জিতেছে, সেখানে আফগানরা জিতেছে আটবার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধি.), শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধি.), ডারউশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়েলিয়া খারোত ও বশির আহমাদ।
ইশান হাসান/এজে/দীপ্ত সংবাদ