সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

‘সন্ধিক্ষণে বাংলাদেশ: রাজনীতি, নীতি ও আদর্শিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, নীতিনির্ধারণ প্রক্রিয়া এবং সামাজিক প্রত্যাশার দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে রাজধানীতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। ‘সন্ধিক্ষণে বাংলাদেশ: রাজনীতি, নীতি ও আদর্শিক ভাবনা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্টেকহোল্ডারস অফ বাংলাদেশ (SoB)

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আয়োজিত এ বৈঠকে রাজনীতিবিদ, আইনজীবী, গবেষক, সাংবাদিক, একাডেমিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

গোলটেবিল বৈঠকের প্রথম রাউন্ডে কথা হয় বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা নিয়ে। দ্বিতীয় রাউন্ডে প্রত্যেক বক্তার সঙ্গে ভিন্ন ভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আলাপ হয়। তৃতীয় রাউন্ডে ছাত্রনেতাদের কাছ থেকে শোনা হয় জুলাইয়ের ঐক্যে ফাটল ধরার কারণ।

গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন— বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) সম্পাদক মাহফুজুর রহমান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খাঁন, এনডিএমএর সাধারণ সম্পাদক ও আইনজীবী শাহেদুল আজম, ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল সাইমুম রেজা তালুকদার, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট সাদিক মাহবুবুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট ডা. আসিফ সৈকত, গবেষক মীর হুযাইফা আল মামদূহ, মিডিয়া ব্যক্তিত্ব আবু সালমান মো. আব্দুল্লাহ, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া, ডাকসু ২০২৫এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসমর্থিত ভিপি ও জিএস প্রার্থী আবিদুল ইসলাম খান এবং শেখ তানভীর বারী হামিম এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন।

আলোচনায় দেশের রাজনৈতিক বাঁক বদলের বিভিন্ন দিক, জুলাই গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতকরণ, আওয়ামী লীগের বিচার, একাত্তরের অপরাধীদের মীমাংসা, জাতীয় নির্বাচনের প্রয়োজন এবং বিতর্কিত ডাকসু নির্বাচনসহ নানা বিষয়ে যুক্তিনির্ভর মতবিনিময় হয়।

গোলটেবিল বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্টেকহোল্ডারস অফ বাংলাদেশের মুখ্য সংগঠক ডা. সায়েম মোহাম্মদ। তিন রাউন্ডে অনুষ্ঠিত এ বৈঠকটি পরিচালনা করেন ফারাহ্ দোলন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More