তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। অনুশীলনে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজ এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া তৌহিদ হৃদয়কে এবার ওয়ানডে ম্যাচে অভিষেক করা হয়েছে।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। সাম্প্রতিক সময়ে ফর্ম না থাকা আফিফ হোসেন একাদশ থেকে বাদ পড়েছেন। এছাড়া তিন পেসারের সঙ্গে একাদশে রয়েছেন স্পিনার নাসুম আহমেদ।
এই সংস্করণে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়ে ৭ বারই টাইগাররা আয়ারল্যান্ডকে হারিয়েছে। এছাড়া, দুটিতে বাংলাদেশের হার এবং একটি ফলহীন। ২০১০ থেকে হিসেব করলে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৪ ওয়ানডেতেই জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
আল/দীপ্ত