এশিয়া কাপের সুপার ফোরে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ–পাকিস্তান। যদিও টুর্নামেন্টের ফরম্যাটে সরাসরি কোনো সেমিফাইনাল নেই, তবে পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী এই ম্যাচই হয়ে উঠেছে অলিখিত সেমিফাইনাল। কারণ, আজকের ম্যাচে যারা জিতবে তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
ভারতের বিপক্ষে আগের ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ। ইনজুরির কারণে ছিলেন না লিটন দাস, বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। এবার নতুন করে দল সাজানোর সমীকরণ কষছে টিম ম্যানেজমেন্ট।
ওপেনিংয়ে আস্থা যায়গা হতে পারে তানজিদ হাসান তামিম ও ফর্মে থাকা সাইফ হাসান। যদিও আগের দুই ম্যাচে রান পাননি তানজিদ। তবে লিটন ফিট থাকলে তিন নম্বরে ফেরায় ব্যাটিং অর্ডারে আসতে পারে স্থিতি। সে ক্ষেত্রে একাদশের বাইরে যেতে হবে পারভেজ হোসেন ইমনকে।
মিডল অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা জোরালো। চাপে থাকা শামীম হোসেনের জায়গায় ফিরতে পারেন নুরুল হাসান সোহান।
বোলিং আক্রমণে ফের দেখা মিলতে পারে তাসকিন আহমেদর। মুস্তাফিজুর রহমানের সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। স্পিন বিভাগে রিশাদের যায়গা নিশ্চিতই বলা চলে। পাশাপাশি অফ স্পিনার হিসেবে শেখ মেহেদী হাসান বা নাসুম আহমেদ একজনকে রাখা হবে দলে।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান/নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।