অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর হামলায় অন্তত ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সংখ্যা আগের দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত থেকে হামলা আরও তীব্র করেছে ইসরায়েল। আল–আহলি স্টেডিয়াম গাজার বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল, সেখানেই রক্তাক্ত গণহত্যার চালানো হয়েছে। হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরের আশ্রয় নেয়া অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে সাত নারী ও দুই শিশু রয়েছে।
এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের এই আগ্রাসনের নিন্দা জানান বিভিন্ন দেশের নেতারা।
২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৪১৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৭ হাজার ১৬০ জন আহত হয়েছেন। হাজার হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা বলে আশঙ্কা করা হচ্ছে।