ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) অথবা সোমবার (১৫ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রহণ করতে পারেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
তিনি জানান, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য চিঠি পাঠানো হয়েছে। রবিবার বা সোমবার উপাচার্যের সভাপতিত্বে ‘পরিচিতি সভার‘ মাধ্যমে নতুন ডাকসু কার্যক্রম শুরু হবে।
শপথ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, আইনে শপথ গ্রহণের বিষয়টি সরাসরি উল্লেখ নেই। তবে রেওয়াজ রয়েছে। সেটি যাচাই করে উপাচার্য ও নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নিবেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ ৩ পদসহ মোট ২৮টির মধ্যে ২৩টি পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট‘ প্রার্থীরা।
এর মধ্যে ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান। বাকি ৫টি পদের মধ্যে ৪টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং ১টিতে জয়ী হয়েছেন বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদ প্রার্থী।
এসএ