অর্ধশতাধিক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ছবি–ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে কক্সবাজারের পেকুয়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– পেকুয়ার রাজাখালী এলাকার মো. জহির উদ্দিন এবং পেকুয়ার মিয়ারপাড়া এলাকার মো. সরোয়ার।
র্যাব সাতের উপ–অধিনায়ক মেজর রেজওয়ানুর রহমান বলেন, প্রতারণার শিকার এক তরুণী কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি পেকুয়া উপজেলায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন। এ বছরের ফেব্রুয়ারিতে অনলাইনে জহিরের সঙ্গে তার পরিচয় হয়। ভুক্তভোগীকে জহির সেনাবাহিনীর কর্মকর্তা বলে পরিচয় দেন এবং তিনি অবিবাহিত বলে জানান। একইসঙ্গে বাড়িতে তার জন্য পাত্রী খুঁজছেন বলে জানানো হয়। এসব কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ছবি নেন। আটককৃতদের মোবাইল তল্লাশি করে তরুণীর আপত্তিকর ছবি–ভিডিও পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অন্তত ৫০ জন তরুণীকে ব্ল্যাকমেইল করেছেন বলে জানিয়েছেন।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এফএম/দীপ্ত সংবাদ