ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরু হওয়ার পর থেকেই মেয়েদের দীর্ঘ লাইন দেখা গেছে। এবারের ডাকসু নির্বাচনে ২০ হাজার ৮৭৩ ছাত্র ভোটারের বিপরীতে ছাত্রী ভোটারের সংখ্যা ১৮ হাজার ৯০২ জন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে আটটি কেন্দ্রে সবার উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়। ব্যালট বাক্স খালি অবস্থায় প্রদর্শনের পর সিলগালা করা হয়। এ সময় গণমাধ্যমকর্মী ও প্রার্থীদের পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন।
ডাকসু নির্বাচনে সহ–সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।