আফগানিস্তানে বাস দুর্ঘটনায় স্বর্ণ খনিতে কাজ করা ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার (১৬ মার্চ) আফগানিস্তানের তাখার প্রদেশে বাস উল্টে হতাহতের এ ঘটনা ঘটে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই–এর বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বাসটি তাখার প্রদেশের চাহ আব জেলা থেকে আনজির এলাকায় সোনার খনির দিকে যাচ্ছিল বলে জানা গেছে। হতাহতরা সবাই স্বর্ণ খনির শ্রমিক বলে জানিয়েছেন তালেবান সরকার নিযুক্ত চাহ আব জেলার গভর্নর মোল্লাহ জামানুদ্দিন। তিনি জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২০ সালের সড়ক দুর্ঘটনা রিপোর্টের তথ্য মতে, আফগানিস্তানে সড়কে ছয় হাজার ৩৩ জনের প্রাণহানি ঘটে। বিশ্বে সড়কে মৃত্যুর হিসাবে আফগানিস্তান ৭৬তম বলে জানায় খামা প্রেস।
এফএম/দীপ্ত সংবাদ