দু‘দিনের সরকারি সফরে ঢাকা আসছেন পাকিস্তান উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর।
শনিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ রাজধানী ঢাকান উদ্দেশ্যে রাওয়ালপিন্ডি অবস্থিত নূর খান বিমানঘাঁটি ছেড়েছেন তিনি।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ সফর পাকিস্তান–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। খবর দ্য নিউজ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘উপ–প্রধানমন্ত্রী দার আজ বাংলাদেশে ঐতিহাসিক সফর শুরু করেছেন। ঢাকায় তিনি বাংলাদেশি নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।’
উল্লেখ্য, ২০১২ সালের পর ঢাকা সফরকারী পাকিস্তানের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তা হলেন ইসহাক দার।
প্রসঙ্গত, ২০১২ সালে পাকিস্তান তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ইসলামাবাদে অনুষ্ঠিত ডি–৮ সম্মেলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘কে আমন্ত্রণ জানাতে ঢাকা এসেছিলেন।
এসএ