বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

ভূমিকম্পের পর এবার তুরস্কে বন্যা, নিহত পাঁচ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভূমিকম্পের পর এবার বন্যার কবলে পড়েছে তুরস্ক। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত দেশটিতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। বেশ কয়েকজন নিখোঁজ আছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৫ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) রাত থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসায় প্রতিষ্ঠান। বুধবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল।

দেশটির আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী ২০ মার্চ পর্যন্ত দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সম্ভাব্য অতিবর্ষণে দুর্ভোগের আশঙ্কা থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, মালত্য, কাহরামানমারাস, মারদিন, সিভাস, সানলিউরফা ও কিলিস প্রদেশ। গত মাসের ভূমিকম্পে এই এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল

প্রবল বৃষ্টির ফলে বন্যাপ্লাবিত এলাকাগুলোর সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যবসা ও অফিসগামীরা পড়েছেন বিপাকে। বন্ধ রয়েছে অনেক সরকারি পরিষেবা। এমন পরিস্থিতি আরও কিছুদিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানিতে ডুবে গেছে বেশ কয়েকটি মহাসড়ক। বন্যা দুর্গত এলাকা থেকে সবাইকে সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকর্মীরা। আগামী কয়েকদিন ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তুরস্কের আবহাওয়া অফিস।

উল্লেখ্য, এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্কসিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ৫২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় দুই লাখের বেশি ভবন।

 

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More