নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার (২০ আগস্ট) সকালে সাপ্তাহিক জনশুনানিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযোগ শোনার সময় ভিড়ের মধ্যে থেকে এক যুবক উঠে এসে মুখ্যমন্ত্রীকে চড় মারেন এবং চুল ধরে টান দেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেন। হামলার পর মুখ্যমন্ত্রীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাসভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনার পর দিল্লির রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা অভিযোগ করে বলেন, ‘বিরোধীরা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উন্নয়নমূলক কাজ সহ্য করতে পারছে না। এটি পরিকল্পিত হামলা।’
আরেক বিজেপি নেতা হরিশ খুরানা মন্তব্য করেন, ‘এটা শুধু হামলাই নয়, গণতন্ত্রের ওপর আঘাত।’
অন্যদিকে, আম আদমি পার্টির নেত্রী ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অতীশি বলেন, ‘গণতন্ত্রে মতবিরোধ ও প্রতিবাদের অধিকার আছে, কিন্তু সহিংসতার কোনো স্থান নেই।’ তিনি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার দাবি জানান এবং মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।