২১
আবারো ওয়ানডে রেঙ্কিংয়ে অবনতি হলো বাংলাদেশ দলের। হালনাগাদকৃত রেঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল।
টাইগারদের রেঙ্কিংয়ে অবনতির মূল কারণ পাকিস্তান দলের পরাজয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান হারার পর তাদের রেটিং পয়েন্ট কমে যায় এবং শ্রীলঙ্কা এক ধাপ এগিয়ে গিয়ে চার নম্বরে উঠে যায়।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিলো ৭৭। তবে পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের রেটিং বেড়ে ৭৮ হয়ে গেছে, ফলে তারা ৯ নম্বরে চলে গেছে এবং বাংলাদেশ ১০ নম্বরে নেমে যায়।