জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তবে এ পুনর্বাসন পরিকল্পনায় সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা সুবিধা অন্তর্ভুক্ত নেই বলে স্পষ্ট করেছেন তিনি।
সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে জুলাই শহীদ পরিবারের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
জুলাই গণ–অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “না, না কোনো কোটা থাকবে না।”
তিনি আরও বলেন, “আগামী ৫ আগস্ট জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। সরকার এই পরিবারগুলোর সম্মান ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।”
তিনি জানান, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর জন্য সঞ্চয়পত্র আকারে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ২০২৪–২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেয়া হবে।
ফারুক ই আজম আরও জানান, জুলাই যোদ্ধাদের তিনটি শ্রেণিতে ভাগ করে পুনর্বাসন সহায়তা দেয়া হচ্ছে। ‘ক’ শ্রেণির যোদ্ধারা মোট ৫ লাখ টাকা পাবেন, যার মধ্যে ইতোমধ্যে ২ লাখ টাকা দেয়া হয়েছে। ‘খ’ শ্রেণির যোদ্ধাদের এককালীন ৩ লাখ টাকা দেয়া হবে, যার মধ্যে ১ লাখ টাকা করে বিতরণ করা হয়েছে। ‘গ’ শ্রেণির যোদ্ধাদের এককালীন ১ লাখ টাকা করে ইতোমধ্যে দেয়া হয়েছে।
এছাড়া প্রত্যেক শহীদ পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে বলেও জানান উপদেষ্টা।