ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া বিরল। নিজের জন্য হোক কিংবা প্রিয়জনকে উপহার দেবার জন্যই হোক, আমরা অনেকেই ফুল উপহার হিসেবে দিতে পছন্দ করি। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে, ফুলের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যগত অনেক উপকারিতাও আছে। তাই ফুল কেনার পেছনে অর্থ ব্যয় করা বিফলে যাবে না।
এছাড়া ঘরে ফুল রাখলে রুচিশীল ব্যাক্তিত্ব প্রকাশ পায় ও সৌন্দর্যের পাশাপাশি ফুল আমাদের মেজাজকে সর্বদা ফুরফুরে রাখতে সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে তাজা ফুল দেখলে কর্মক্ষমতা বাড়ে।
তাছাড়া নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে অন্তত পঞ্চাশ ধরনের গাছ এবং ফুল মাথাব্যথা, কাশি, এলার্জি এবং ঠাণ্ডার রোগ সারাতে বহুমুখী ভূমিকা পালন করে। সবুজ গাছগাছড়া বাতাসকে পরিশুদ্ধ করে এবং অক্সিজেন পরিবহণে সাহায্য করে এবং এটি ক্ষতিকর টক্সিন যেমন কার্বন মনোক্সাইড ও ফরমালডিহাইড শুষে নেয়।
ঘরে আমরা নানাধরনের ফুল ব্যবহার করতে পারি যেমন: গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিওলাস, জিপসি, দোলন চাপা, অর্কিড ইত্যাদি। এছাড়া ঘর ভেদে নানা রং এর ফুল ব্যাবহার করা যেতে পারে যেমন– বেগুনি, হলুদ, হালকা গোলাপি, লাল, কমলা ইত্যাদি।
ডাইনিং টেবিলে ফুলদানিতে সাজিয়ে রাখতে পারেন ফুল। শোবার ঘরে রাখতে পারেন রজনীগন্ধা ফুল, এতে আপনার ঘর থাকবে সুবাসিত। তবে এক্ষেত্রে ফুলদানি নির্বাচন গুরুত্বপূর্ণ। পছন্দসই সিরামিক, কাঁচ, মাটির ফুলদানি ব্যবহার করতে পারেন। ফরসিলিন বা মেটালের ফুলদানিও ব্যবহার করতে পারেন, তাতে করে বেশ অভিজাত ভাব আসবে।
যূথী/দীপ্ত সংবাদ