দীপ্ত টিভিতে শুরু হচ্ছে নতুন মাত্রার টকশো ‘The hot seat’। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে এই বিশেষ টকশোর প্রথম পর্ব প্রচারিত হবে। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে থাকছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
‘THE hot seat’ অনুষ্ঠানটি পরিচালিত হবে এমন এক কাঠামোয়, যেখানে অতিথিকে জনগণের পক্ষ থেকে তোলা কঠিন ও গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হতে হবে। দেশের সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে থাকবে প্রশ্ন–উত্তরের খোলা মঞ্চ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মির্জা শাখেছেপ শাকিব এবং প্রযোজনায় রয়েছেন মনিরুজ্জামান কবির। অনুষ্ঠানটি টিভির পাশাপাশি দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও সম্প্রচার হবে, যাতে দেশ–বিদেশের দর্শক সহজেই দেখতে পারেন।