মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ইংলিশদের মাত্র ১১৭ রানেই আটকে দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খেলেও শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ৪৭ বলে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।
আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার প্রায় আড়াই দশক পেরিয়েছে বাংলাদেশের। দীর্ঘ এ সময়ে টেস্ট খেলুড়ে প্রায় সব দেশকেই দ্বিপাক্ষিক সিরিজে হারিয়েছিল টাইগাররা। বাকি ছিল শুধু ইংল্যান্ড। এবার সেই ইংলিশ দুর্গও ভেদ করতে সক্ষম হলো সাকিব আল হসানের দল। ঘরের মাঠে টানা দুই টি-টুয়েন্টি জয়ে ইংলিশদের সিরিজে হারানোর গৌরব অর্জন করল টাইগাররা।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ১১৭ রানে অলআউট হয় ইংলিশরা। এদিন চার ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ইংলিশদের ধস নামানোর নায়ক মেহেদী হাসান মিরাজ।
৪ উইকেটের এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।
আল/দীপ্ত