বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুরে দেশের প্রত্যন্ত অঞ্চলের ৭ জন্ কৃষি যন্ত্রপাতি উদ্ভাবককে পুরস্কার বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার কৃষি যন্ত্রপাতি উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের আয়োজনে নবনিযুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্স এর উদ্বোধন করেন তিনি।ওরিয়েন্টেশন কোর্স-এ বারি’তে নবনিযুক্ত ৭৮ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এমি/দীপ্ত