বিপদে সহায়তাকারীকে বন্ধু বানিয়ে উদাহরণ সৃষ্টি করেছে সারস পাখি। এরা প্রতিটি জোড়া নিজেদের জন্য একটি বিশেষ এলাকার সৃষ্টি করে থাকে। তবে এবার ঘটেছে ভিন্ন রকম এক ঘটনা। বন ছেড়ে ভারতের এক ব্যক্তির সাথে থাকছে পাখিটি।
এটি ভারতের উত্তর প্রদেশের চিত্র। সারস পাখিটি এক বছর ধরে থাকছে মুহম্মদ আরিফ নামের এক ব্যক্তির সাথে। এক বছর আগে আহত অবস্থায় পাখিটিকে উদ্ধার করেন তিনি। এরপর পাখিটির সঙ্গে গড়ে ওঠে তার সখ্যতা।
মুহম্মদ আরিফ বলেন, সারস পাখিটিকে মাঠের মধ্যে আহত অবস্থায় পাই। তার একটি পা ভাঙা ছিল, উড়তে পারছিল না। বাড়িতে এনে সারসটির পায়ের চিকিৎসা করি। দেড় মাস পর পাখির পা ভালো হয়ে যায়। ভেবেছিলাম পাখিটি বনে ফিরে যাবে। কিন্তু এটি যায়নি।
পাখির সঙ্গে বন্ধুত্বের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন আরিফ। এরপরই পাখিটিকে দেখতে ভিড় করছেন অনেকে।
এক গ্রামবাসী বলেন, সোশ্যাল মিডিয়ায় সারস পাখি এবং আরিফকে দেখে খুব আগ্রহ জাগে তাদের দেখার। আমি কাছের গ্রামেই থাকে। আরিফ সত্যিই দুর্দান্ত কাজ করেছে, আমরা গর্বিত।
সারস পাখি বিশ্বের সবচেয়ে লম্বা পাখি। এরা প্রায় দুই মিটার পর্যন্ত লম্বা হয়। সারস ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় বাস করে।
যূঁথী/দীপ্ত সংবাদ