পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুর রহমান (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন: ইমরান হোসেন (২৫), মো. মনির (২৭) ও একজনের নামপরিচয় জানা যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, আবাসিক মসজিদের পাশে নির্মিত ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল ভবনের ছাদে কর্মরত শ্রমিকদের মধ্যে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হন। রবিবার ছাদ ঢালাই দেয়ার জন্য তড়িঘড়ি করে রাতেই রড দিয়ে ছাদের কাজ করছিলেন শ্রমিকেরা। রডের সঙ্গে বিদ্যুতের মেইন লাইনের সংযোগ হওয়ায় ছিটকে পড়ে ইমরান হোসেন (২৫), মো. মনির (২৭) ও শফিকুর রহমানসহ (৩৮) চারজন মারাত্মক আহত হন। এতে শ্রমিকদের প্রায় ৭০% শরীর পুড়ে দগ্ধ হয়। আহত শ্রমিকদের মধ্যে পরে শফিকুর রহমানের মৃত্যু হয়।
এ বিষয়ে দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমি/দীপ্ত