আগামীকাল বাংলাদেশে আসছে আইরিশরা। রোববার সকাল নয়টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে অ্যান্ড্রু বার্লবিনিরা। শেষ মুহূর্তে তিন ফরম্যাটের ঘোষিত দলেই একটি পরিবর্তন এনেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
আইপিএল খেলতে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জশুয়া লিটল। আর টি-টোয়েন্টি দলে থাকছেন না কেনোর ওলফার্ট। তাদের বদলি হিসেবে দলের সঙ্গী হচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ড। একই সাথে টেস্ট স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।
এদিকে ক্রিকেটে ব্যস্ত সূচি পার করছে বাংলাদেশ। একের পর এক টুর্নামেন্ট আর সিরিজ চলছেই লাগাতার। চলছে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, এখনো বাকি দুই ম্যাচ। এরই মাঝে বাংলাদেশে আসছে ক্রিকেট আয়ারল্যান্ড। দীর্ঘ সফরে বাংলাদেশে আসছে তারা।
বাংলাদেশের বিপক্ষে এবারের সিরিজের সাদা বলের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে। আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম এবং ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
আল/দীপ্ত