বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা ৭ দিন ধরে আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা।
বুধবার (২১ মে) সকাল ১০টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশ এলাকায় ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এসময় শপথ নিয়ে টালবাহানা চলবে না, চলবে না, দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ, আসিফ ভূইয়ার কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, স্লোগান দিতে থাকেন ইশরাকপন্থিরা।
মৎস্য ভবনের সামনে আন্দোলনে অংশ নেওয়া লালবাগের গোলাম কাদের বলেন, ইশরাককে মেয়র দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না। আজ উচ্চ আদালতে তার মেয়র শপথ নেওয়া নিয়ে একটা রিটের রায় হবে। আমরা রায়ের জন্য অপেক্ষা করছি।
এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, ২০২০ সালে সিটি করপোরেশন নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইশরাক হোসেনকে শপথ পড়াচ্ছে না। এ কারণেই আমরা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছি। দাবি আদায়ের চেষ্টা করছি।
এসএ