ইউরোপে ডিম রফতানি বেড়েছে ১ হাজার ৩৭০ শতাংশ। ইউরোপ হিমশিম খাচ্ছে ইউক্রেন থেকে রফতানিকৃত অতিরিক্ত পরিমাণে। রফতানি ব্যবস্থা রীতিমত অনিয়ন্ত্রিত অবস্থায় এসে পৌঁছেছে বলে দাবি করেছে পোল্যান্ডের সংবাদসংস্থা পিএপি। বৃহস্পতিবার (৯ মার্চ) রাশিয়ান সংবাদমাধ্যমে এ তথ্য পাওয়া যায়।
চলতি বছরের প্রথম আট সপ্তাহেই প্রায় ৩২ হাজার ৩০০ টন মুরগির মাংস বিক্রি করেছে ইউক্রেনের মুরগি ব্যবসায়ীরা। যা গত বছরের তুলনায় বেড়েছে ৯৪ শতাংশ। এছাড়া হিমায়িত মুরগির রফতানি বেড়েছে ১৭১ দশমিক ৬ শতাংশ। এ সময় হিমায়িত মুরগি রফতানি হয়েছে ১৬ হাজার ৬৬০ টন।
এর আগে গত বছরের জুনে ইউরোপীয় কমিশন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সাহায্য করার উদ্দেশ্যে রফতানির উপর সমস্ত অবশিষ্ট শুল্ক ও কোটা সাময়িকভাবে সরিয়ে দিয়েছে।
আর দেশটি থেকে মুরগির ডিম রফতানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩৭০ শতাংশ। চলতি বছর এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৪৫৭ টন ডিম রফতানি করা হয়েছে।
মূলত ইউক্রেনের সঠিক উৎপাদন ব্যবস্থা ও বাণিজ্যিক বাধার অভাবে ইউরোপকে এরকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে। ফলে বর্তমানে কম খরচে অধিক লাভের মুখ দেখছেন ইউক্রেনের মুরগি ব্যবসায়ীরা।
যূথী/দীপ্ত সংবাদ