অবরুদ্ধ গাজায় দখলের লক্ষ্যে উপত্যকাজুড়ে তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল।
শুক্রবার (১৬ মে) হামলা চালিয়ে ১১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল। গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের বেশ কয়েকটি এলাকা আবারও খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর বাহিনী।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালেও খান ইউনূসে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে আইডিএফ। শেষ খবর পাওয়া পর্যন্ত একটি আশ্রয় শিবিরের কাছে বিস্ফোরণে বেশ কিছু ফিলিস্তিনি হতাহত হয়েছে।
এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের সমর্থিত মানবিক কার্যক্রমে অংশ নেবে না জাতিসংঘ। মার্কিন কার্যক্রমটি নিরপেক্ষ ও স্বাধীন নয় বলে মনে করছে সংস্থাটি। এই কার্যক্রমে অংশ নেয়াকে সময় নষ্ট আখ্যা দিয়েছেন জাতিসংঘের শীর্ষ মানবিক কর্মকর্তা টম ফ্লেচার।