নওগাঁয় আগামী ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জেলার সবচেয়ে বেশি উৎপাদিত ‘আম্রপালি’ বাজারে আসবে ১৮ জুন। জিআই স্বীকৃতি পাওয়া নওগাঁর নাক ফজলি আম বাজারে পাওয়া যাবে ৫ জুন থেকে।
সোমবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ সংক্রান্ত সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এ সময়সূচি ঘোষনা করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যদের মধ্যে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক আবুল কালাম আজাদসহ জেলা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী ও আম চাষিরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী ২২ মে থেকে গুটি বা স্থানীয় জাতের আম, ২৮ মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরসাপাত ও হিমসাগর, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২৫ জুন ফজলি, ১৮ জুন আম্রপালি, ২৫ জুন ব্যানানা ম্যাংগো এবং আগামী ১০ জুলাই থেকে আশ্বিনা, বারি–৪, গৌড়মতি ও কাটিমন আম সংগ্রহ করা যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ক আম সংগ্রহ কিংবা বাজারে তোলা যাবে না। তবে সময়ের আগে আবহাওয়ার কারনে আম পরিপক্ব হলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী আম চাষিরা তারিখ পুনর্নিধারন করে সময়ের আগে আম সংগ্রহ করতে পারবেন।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক আবুল কালাম আজাদ জানান, নওগাঁ জেলায় এ বছর ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে তিনলাখ ৬৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আব্দুর রউফ রিপন/এজে/নওগাঁ