বিজ্ঞাপন
রবিবার, মে ৪, ২০২৫
রবিবার, মে ৪, ২০২৫

মিজানুর রহমান সোহেলের নতুন বই ‘জিরো টাকায় বিজনেস’

নতুন উদ্যোক্তাদের জন্য ‘জিরো টাকায় বিজনেস’ নামের একটি যুগান্তকারী বই নিয়ে এসেছেন লেখক ও সাংবাদিক মিজানুর রহমান সোহেল। রকমারি ডটকম, প্রথমা ডটকম, বুকস কর্নার, ওয়াফিলাইফ ডটকম, জননী ডটকমসহ দেশের সকল অনলাইন বই বিক্রয়ের প্লাটফর্মে বইটির প্রিঅর্ডার শুরু হয়েছে। বিশেষ ছাড়ে প্রিঅর্ডার চলবে আগামী ৮ মে পর্যন্ত।

নতুন বই সম্পর্কে লেখক মিজানুর রহমান সোহেল বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, কর্মসংস্থান না হওয়ায় তরুণরা হতাশ হয়ে পড়ছে। এমন প্রেক্ষিতে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়ছে, কিন্তু পুঁজি ও সঠিক দিকনির্দেশনার অভাবে অনেকেই থমকে যাচ্ছেন। তাদের জন্যই লেখা হয়েছে বাস্তবসম্মত স্টার্টআপ রোডম্যাপ ‘জিরো টাকায় বিজনেস’। এই বইটি নতুন উদ্যোক্তাদের জন্য একটি অনন্য সুযোগ হতে পারে, যা তাদের ব্যবসার সফলতার পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

তিনি বলেন, আপনি ফ্রিল্যান্সার, উদ্যোক্তা বা ব্যবসায়ী যাই হতে চান না কেন, ‘জিরো টাকায় বিজনেস’ বইটি আপনার সেই চাওয়াকে পূর্ণতা দিবে। গ্রাম, শহর বা প্রবাসে থাকা তরুণ, কর্মজীবী, বেকার বা যারা নতুন উদ্যোক্তা হবার স্বপ্ন দেখেন, তাদের ব্যবসা শুরুর জন্য এই বইটি হতে পারে প্রথম সঠিক পদক্ষেপ। বইটি আপনাকে শূন্য থেকে শুরু করে সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় স্ট্র্যাটেজি সরবরাহ করবে।

একদম শূন্য থেকে সফল ব্যবসায়ী হতে আগ্রহীদের জন্য বইটিতে রয়েছে জিরো টাকায় বিজনেস আইডিয়া, আইডিয়া বাস্তবায়নে বিনামূল্যে মার্কেটিং কৌশল, বাজার বিশ্লেষণ, গ্রাহক ব্যবস্থাপনা এবং ধাপে ধাপে ব্যবসা গড়ার স্ট্র্যাটেজি, জিরো টাকায় শুরু হওয়া ১০০ বিশ্ববিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্যের গল্প, জিরো টাকায় বিজনেস শুরুর ১০০টি সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমাধান। এছাড়া বইটিতে রয়েছে বাংলাদেশের বিস্ময়কর ২০টি ব্যবসাপ্রতিষ্ঠানের গল্প, যা ব্যবসা শুরু করার সাহস জোগাবে।

জিরো টাকায় বিজনেস’ বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। ২৪৪ পৃষ্ঠার এই বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা। তবে, অনলাইন প্রিঅর্ডার করলে বইটি বিশেষ ছাড়ে পাওয়া যাবে। প্রিঅর্ডার করা যাবে রকমারি ডটকম: https://www.rokomari.com/book/470677/zero-takay-business প্রথমা ডটকম: https://www.prothoma.com/product/48847/zero-takay-business বুকস কর্নার: https://bookscorner.xyz/product/zero-takay-business ওয়াফি লাইফ ডটকম: https://www.wafilife.com/zero-takay-business/dp/1282148 জননী ডটকম: https://ejanani.com/products/books/5672/jiro-takay-business ঠিকানায়।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More