“৫৩ বছর আমাদের ঘারে পা দিয়ে ইসলামবিরোধী শক্তি ক্ষমতায় গেছে। আগামীতে আলেম–ওলামাকে ছাড়া কোনো সিদ্ধান্ত জনগণ মানবে না” বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা ও তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী।
শনিবার (৩ মে) চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “হেফাজতে ইসলাম রাজনীতি করবে না, তবে রাজনীতি নিয়ন্ত্রণ করবে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলতে হবে। আলেমদের মুক্তি না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না।”
আব্বাসী বলেন, “এই সরকার নারীবিষয়ক সংস্কার কমিশন করে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। করিডোর (মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর) নামে দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে। নারীবিষয়ক বিতর্কিত সংস্কার কমিশন গঠন করে আমাদের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করা হচ্ছে।”
‘জঙ্গি তকমা দিয়ে আমার দেশের আলেম ওলামাদের কারাগারে রাখা হয়েছে‘ জানিয়ে তিনি বলেন, “বাবর সাহেব যদি মুক্তি পায় তাহলে জঙ্গির মামলায় আলেম ওলামারা কেন মুক্তি পাবে না। যদি তারা মুক্তি না পায় তাহলে শুধু সংস্কার কেন নির্বাচন পর্যন্ত হতে দেওয়া হবে না।”
বক্তব্যে ড. ইউনূসকে আহ্বান জানিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, “আমরা গত ১৬ বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছি। সর্বপ্রথম রামবাম নাস্তিক, ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে শাপলা চত্বরে রক্ত দিয়েছে হেফাজতে ইসলামের আলেম–ওলামা কর্মী। সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে গত ৫ আগস্ট ছাত্রজনতা আগুন দিয়েছে। অতএব আলেম ওলামাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।”
সকাল ৯টায় শুরু হওয়া মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী। অনুষ্ঠান পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী।
এসএ