বিজ্ঞাপন
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

রাজধানীতে ছুটির তিন দিন ৩ দলের সমাবেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার (১ মে) থেকে টানা ৩ দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। এই ছুটির মধ্যে রাজধানী ঢাকায় ৩টি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন পৃথকভাবে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে।

এসব কর্মসূচি ঘিরে রাজধানীতে ছুটির ৩ দিনে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে।

১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবসে, নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। পরদিন ২ মে (শুক্রবার) আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে। ৩ মে (শনিবার) নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বিএনপির শ্রমিক সমাবেশ

বিএনপি সমাবেশটি নয়াপল্টনে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১ মে), দুপুর ২টায়। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা।

সমাবেশ আয়োজন করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং সমন্বয়কের দায়িত্ব পালন করছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। রাজধানীর বাইরেও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও টাঙ্গাইলসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন।

এনসিপি সমাবেশ

পরদিন শুক্রবার, বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে।

এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, . লীগের বিরুদ্ধে গণহত্যার দায়ে বিচার, দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত ও নিবন্ধন বাতিলের দাবি তোলা হবে এ সমাবেশে। একই সঙ্গে আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুমখুন, ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড, ২০২১ সালে মোদির আগমনবিরোধী আন্দোলনে নিহতদের ঘটনাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দাবি করা হবে।

হেফাজতে ইসলামের মহাসমাবেশ

ছুটির তৃতীয় দিন শনিবার (৩ মে) রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এক মাস ধরে চলা প্রস্তুতির অংশ হিসেবে গতকাল খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় এই সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। বৈঠকে কেন্দ্রীয়, মহানগর ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশকে সামনে রেখে বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য চারটি বড় দাবির পক্ষে জনমত গড়ে তোলা।

এর মধ্যে প্রধান দাবি হচ্ছে অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার। কারণ, বিগত আ. লীগ সরকার এই মামলাগুলোকে পুঁজি করে হেফাজতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। ভবিষ্যতে যে সরকার আসবে, তারাও একই কাজ করতে পারে। তাই মামলা প্রত্যাহার হচ্ছে তাঁদের মুখ্য দাবি। সংগঠনটির হিসাবমতে, সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় ৩০০টি মামলা রয়েছে।

বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে—

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে রক্তক্ষয়ী অভিযানের বিচার,

২০২১ সালে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার,

২০২৪ সালের জুলাইআগস্ট মাসের হত্যাকাণ্ডের বিচার,

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল করা,

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন,

ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করা।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে যৌথ বাহিনীর অভিযানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল।

আগামী ৫ মে (সোমবার) সরকারি কর্মদিবস। সপ্তাহের মাঝখানে রাজধানীতে সমাবেশ করলে বড় ধরনের জনদুর্ভোগে সৃষ্টি হয়। এ ছাড়া হেফাজত ৫ মে বিশেষ দিবস হিসেবে পালন করে না কারণ তাদের মতে এ ধরনের কর্মসূচি ইসলাম নীতিবিরোধী। তাই সবকিছু বিবেচনা করে ৩ মে মহাসমাবেশ করা হচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More