বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন মো. তৈয়ব (৩৫) নামে এক যুবক।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপি‘র সীমান্তবর্তী ৪৬–৪৭ নম্বর পিলারের শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
আহত তৈয়ব নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের কম্বোনিয়া এলাকার ছাবের আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৈয়ব বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য পাচারের উদ্দেশ্যে মিয়ানমারের সীমান্ত পার হন। পরবর্তীতে মিয়ানমারের অভ্যন্তর থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে ফেরার সময় ওই সীমান্ত পিলারের শূন্যরেখায় আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ ঘটে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক জানান, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।