দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে সংস্কার, বিচার ও নির্বাচনের সমন্বিত রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
সংস্কার, বিচার ও নির্বাচনের সমন্বিত বাস্তবায়নের ওপর জোর দিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘আমরা চাই, সরকার একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুক, যেখানে সকল পক্ষ ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে এবং দেশকে এগিয়ে নেয়া যায়।‘
তিনি আরও বলেন, ‘নির্বাচনের প্রয়োজন আছে সংস্কারের জন্য, সংস্কারের প্রয়োজন আছে নির্বাচনের জন্য, আর সুষ্ঠু বিচার নিশ্চিত করলেই এই দু’টির বাস্তবায়ন সম্ভব। তাই সম্মিলিত ঐক্যমতের কোনো বিকল্প নেই।‘
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে দুটি বৃহৎ জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দীর্ঘ ১৬–১৭ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে, বহু মানুষ শহীদ হয়েছে, অনেকে গুম–খুনের শিকার হয়েছে। পাশাপাশি, জুন–জুলাই মাসে এক নতুন শক্তি আবির্ভূত হয়েছে—তরুণ–যুবক, শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সদস্যরা। এই দুটি পক্ষের দাবি ভিন্ন হলেও উভয়ই ন্যায্য।‘
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে ভোট ও নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে, অন্যদিকে, তরুণরা সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলছে। তাই এ দুটি দাবির সমন্বিত বাস্তবায়নই হতে পারে বাংলাদেশের উত্তরণের পথ।‘
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ‘গণঅভ্যুত্থানের ফসল’ হিসেবে অভিহিত করে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এত জনসমর্থন নিয়ে আসেনি। আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাড়ে তিন বছরের শাসনের পর সফল গভার্নেন্সের আরেকটি পর্ব হতে পারে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার। যদি ঐকমত্যের ভিত্তিতে তাকে দুই থেকে চার বছর সময় দেয়া যায়, তাহলে বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর বা দক্ষিণ কোরিয়ার মতো সমৃদ্ধ দেশ হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবে।‘
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।