০
কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি।
শুক্রবার (১৪ মার্চ) দেশের ২৪তম প্রধানমন্ত্রী শপথ নেন তিনি। এর মধ্যদিয়ে মার্ক কার্নি সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন।
গত রবিবার (৯ মার্চ) সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে ৮৬ শতাংশ ভোট পেয়ে দলীয় প্রধান নির্বাচিত হন মার্ক কার্নি।
উল্লেখ্য, প্রায় এক দশক ধরে দায়িত্ব পালনের পর গত ৬ জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো।
এসএ